সন্ত্রাসী হামলার পরিকল্পনায় বালিতে নিরাপত্তা জোরদার

Slider বিচিত্র

28464_Bali

 

সন্ত্রাসী হামলার পরিকল্পনা থাকায় ও সন্দেহজনক এক জঙ্গিকে আটক করার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে ইন্দোনেশিয়ার বালি’তে। দেশটির এক পুলিশ কর্মকর্তা সোমবার রাতে এ কথা স্বীকার করেছেন। ওই পুলিশ কর্মকর্তা হলেন প্রাদেশিক পুলিশ প্রধান সুগেঙ প্রিয়ান্তো। তিনি বলেছেন, সন্ত্রাসী তথ্যের সঙ্গে মিলে যায় এমন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বালি’তে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। তারই প্রেক্ষিতে আমরা বালি’তে প্রবেশের সব পথে নিরাপত্তা জোরদার করেছি। এর বাইরে বালি’র চারদিকে ছোট ছোট যেসব পোর্ট বা দ্বীপ রয়েছে সেগুলোতেও আমাদের নজর রয়েছে। প্রবেশের পথগুলোতে নজরদারি করা হচ্ছে। সন্ত্রাস বিরোধী পুলিশ বলেছে, গত সপ্তাহে সুমাত্রায় সন্দেহভাজন এক জঙ্গিকে আটক করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে বালি’তে হামলা ষড়যন্ত্রে সে জড়িত কিনা। সন্দেহভাজন ওই ব্যক্তির বাসা তল্লাশি করে উচ্চ মাত্রার বিস্ফোরক পদার্থ ও একটি বোমা পেয়েছে পুলিশ। পুলিশের মুখপাত্র আগাস রিয়ান্তো বলেছেন, সন্দেহজনকভাবে আটক করা ওই ব্যক্তি বলেছে যে, তারা বালি’তে হামলার পরিকল্পনা করছিল। তবে কবে, কিভাবে তারা এ হামলা চালাতে চাইছিল এ বিষয়ে বিস্তারিত জানা যায় নি। উল্লেখ্য, ২০০২ সালে পর্যটনের জন্য বিখ্যাত বালি দ্বীপে একটি নাইটক্লাবে সন্ত্রাসী হামলা হয়। তাতে কমপক্ষে ২০২ জন নিহত হন। দেশের ভিতরেই বেড়ে ওঠা জঙ্গিরা এ হামলা চালায়। এতে নিহতদের বেশির ভাগই অস্ট্রেলিয়ার নাগরিক। ওই ঘটনার পর ইন্দোনেশিয়াজুড়ে নিরাপত্তা বাহিনী দমন অভিযান চালায়। এ দেশটিতে সাম্প্রতিক সময়ে উগ্রবাদ বৃদ্ধি পেয়েছে। মধ্য প্রাচ্যের আইএসের দ্বারা উদ্বুদ্ধ অংশ এ তৎপরতা চালাচ্ছে। জানুয়ারিতে রাজধানী জাকার্তায় বোমা হামলা হয়। এতে কমপক্ষে ৪ জন নিহত হন। এ হামলায় আইএস জড়িত। তারপর থেকে সন্ত্রাস বিরোধী বাহিনী সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে কয়েক ডজন মানুষকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *