রিমান্ড শেষে কারাগারে হাসনাত করিম, ২৪শে আগস্ট জামিন শুনানি

Slider জাতীয় ফুলজান বিবির বাংলা

file

 

ঢাকা; নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যাকাণ্ডের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় রিমান্ডে শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আদালত তার জামিন আবেদন শুনানির জন্য আগামী ২৪শে আগস্ট তারিখ ধার্য করেছেন । মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর সোমবার দ্বিতীয় দফায় আটদিনের রিমান্ড শেষে হাসনাত করিমকে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীবের আদালতে হাজির করেন। এদিন  মামলা শেষ না হওয়া পর্যন্ত করিমকে কারাগারে রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আসামি পক্ষে আইনজীবী জামিনের আবেদন করলে আদালত শুনানির জন্য ২৪শে আগস্ট দিন ধার্য্য করেন। গেল ১৩ই আগস্ট হাসনাতকে আদালতে হাজির করে গুলশানের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. এমদাদুল হক  আটদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৩রা আগস্ট ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাতকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরোরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১লা জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গিদের হামলায় বিদেশীসহ ২০ জন মারা যান। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মারা যায় ছয় জঙ্গি। হামলার পর জঙ্গিদের প্রতিরোধ করতে গিয়ে মারা যান পুলিশের দুই কর্মকর্তা। এ ঘটনায় জড়িত সন্দেহে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে নজরে রাখা হয়েছিল। গত ২রা আগস্ট তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ। পরে দুই দফায় তাদের রিমান্ডে নেয় পুলিশ। হাসনাত করিমকে গুলশান হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হলেও তাহমিদকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *