বসুন্ধরা সিটির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮ ইউনিট

Slider জাতীয় টপ নিউজ

file (1)

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। বেলা সাড়ে এগারোটার কিছু আগে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। বেলা পৌনে চারটার দিকেও ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুন লাগার পর ভেতরে থাকা লোকজন নিরাপদে নিচে নেমে আসেন। ভবনের বাইরে ভিড় করছে উৎসুক মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছয় তলার একটি জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই ধোয়ায় অন্ধকার হয়ে যায় পুরো ফ্লোর। এরপর আতঙ্কিত লোকজন হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। দমকলকর্মীদের সুবিধার্থে পান্থপথগামী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে দুপুর থেকে। দমকল বাহিনীর কর্মীরা জানিয়েছেন, ধোয়ার কারণে আগুন নেভানোর কাজে বেগ পেতে হচ্ছে। তারা অক্সিজেন মাস্ক নিয়ে ভেতরে যাচ্ছেন। বেলা পৌনে চারটার সময় ছয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা লেডারের মাধ্যমে ভেতরে পানি দিতে দেখা যায়। অগ্নিকাণ্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরে কি পরিমান ক্ষতি হয়েছে তাও জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, ছয় তলায় আগুল লাগলেও এর প্রভাব উপরে এবং নিচের তলায় পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *