ইজারা মাশুল বাড়ানোর সিদ্ধান্ত বাতিল, কমিশন ও ট্যাংকলরির ভাড়া বাড়ানোসহ ১২ দফা দাবিতে আগামী ২৮শে আগস্ট পর্যন্ত সময় বেধে দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। নির্ধারিত সময়ে দাবি পূরণ না হলে ওইদিন সারাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছে সংগঠনটি। আজ রাজধানীর একটি হোটেলে ঐক্য পরিষদের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। ওইদিন দেশের সব পেট্রোলপাম্প বন্ধ থাকবে। ট্যাংকলরির মাধ্যমে তেল উত্তোলন,পরিবহন এবং বিপণনও কার্যক্রমও বন্ধ থাকবে। এরপরও দাবি না মানলে টানা কর্মবিরতিতে যাওয়ার হুমকি দেন নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।