৯ লাখ লিটার ডিজেলবাহী মালয়েশিয়ার ট্যাংকার ছিনতাই

Slider ফুলজান বিবির বাংলা সারাবিশ্ব

27543_vier-harmoni

 

মালয়েশিয়ার একটি তেলের ট্যাংকার ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা সেটি নিয়ে গেছে ইন্দোনেশিয়ার জলসীমায়। এমটি ভিয়ের হারমোনি নামের ওই ট্যাংকারটি প্রায় ৪ লাখ ডলার মূল্যের প্রায় ৯ লাখ লিটার ডিজেল বহন করছিল। মালয়েশিয়ার নৌসীমানায় আইন প্রয়োগকারী সংস্থা এমএমইএ’র মহাপরিচালক আহমেদ পুজি আব কাহার বলেছেন, তেলবাহী ওই নৌযান ও এর কার্গোকে নিয়ে যাওয়া হয়েছে ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে। এ বিষয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পাইরেসি বিরোধী একটি গ্রুপের মতে, ওই অঞ্চলে নৌযান ছিনতাই কমে গেছে। এমন এক সময়ে এ ঘটনা ঘটেছে। রিজিওনাল কো-অপারেশন এগ্রিমেন্ট অন কমব্যাটিং পাইরেসি অ্যান্ড আর্মড রবারি এগেইনস্ট শিপস ইন এশিয়া’র মতে গত বছর পাইরেসি খাতে বেশ উন্নতি হয়েছে। এশিয়া সশস্ত্র ডাকাতি বা নৌযান ছিনতাই কম হয়েছে। এ বছরের প্রথম অর্ধাংশে আগের বছরের তুলনায় এমন ঘটনা কমেছে শতকরা ৬৪ ভাগ। সবচেয়ে বেশি উন্নতি হয়েছে মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুর প্রণালীতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *