জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আজ আরো ৭৭ জনের নাম ঘোষিত হয়েছে। পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টির অষ্টম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে রোববার কেন্দ্রীয় কমিটিতে আরো ৭৭ জনকে অন্তর্ভুক্ত করেন। এর মধ্যে প্রেসিডিয়াম সদস্য ১ জন, ভাইস চেয়ারম্যান ২ জন, সাংগঠনিক সম্পাদক ৬ জন, বিভাগীয় সম্পাদক ১২ জন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ১৬ জন, যুগ্ম-বিভাগীয় সম্পাদক ৮ জন এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে ৩২ জনের নাম রয়েছে। আজ জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য অনুসারে প্রেসিডিয়াম সদস্য পদে মেজর (অব.) খালেদ আখতার (লালমনিরহাট), ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজুর রহমান মোস্তফা (রংপুর) ও মোঃ শওকত চৌধুরী এমপি (নীলফামারী) মনোনয়ন পেয়েছেন। মো. শফিউল্লাহ শফি (চাঁদপুর), মনোয়ার আলম (কক্সবাজার), শাহ-ই-আজম (নরসিংদী), একেএম আব্দুর রউফ মানিক (রংপুর), আব্দুল হামিদ ভাষানী (ব্রাহ্মণবাড়িয়া) ও ফখরুল আহসান শাহজাদা (বরিশাল) হয়েছেন সাংগঠনিক সম্পাদক। এছাড়া মেজর (অব.) খালেদ আখতার কোষাধ্যক্ষ, মো. খোরশেদ আলম খুশু (ঢাকা) প্রচার সম্পাদক, এম.এ. কুদ্দুস খান (ঝালকাঠি) ক্রীড়া সম্পাদক, নিগার সুলতানা রানী (রংপুর) সাংস্কৃতিক সম্পাদক, এ্যাডভোকেট লাকী বেগম (ব্রাহ্মণবাড়িয়া) আইন বিষয়ক সম্পাদক, মো. বেলাল হোসেন (লক্ষ্মীপুর) যুব বিষয়ক সম্পাদক, মো. আব্দুস সাত্তার মোড়ল (সাতক্ষীরা) শিল্প বিষয়ক সম্পাদক, মৌলভী মো. ইলিয়াস এমপি (কক্সাজার) ধর্ম বিষয়ক সম্পাদক, এইচ.এম.গোলাম শহীদ রঞ্জু (গাইবান্ধা) পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ব্যারিস্টার হক ইমানুল হামিদ (সিলেট) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শ্রী তরুণ বসু (ঢাকা) এনজিও বিষয়ক সম্পাদক এবং মোল্লা মুজিবুর রহমান (খুলনা) মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসাবে মনোনয়ন পেয়েছেন। অন্যান্য বিভিন্ন পদে রয়েছেন, সাইফুল ইসলাম পিটু (ঢাকা), জাকির হোসেন মিলন (ঢাকা), আহাদ ইঊ চৌধুরী শাহীন (হবিগঞ্জ), এ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ (ব্রাহ্মণবাড়িয়া), মো. জামাল রানা (ব্রাহ্মণবাড়িয়া), ইঞ্জিনিয়ার এম.এ. সাত্তার (নরসিংদী), মো. মশিউর রহমান খান (নারায়ণগঞ্জ), শারমীন পারভীন লিজা (শরিয়তপুর), সৈয়দা পারভীন তারেক (নারায়ণগঞ্জ), মনোয়ারা তাহের মানু (ঢাকা), ডা. সেলিমা খান (ঝালকাঠি), শ্রী সমীর গুপ্ত (বরিশাল), আহমদ শফি রুবেল (দিনাজপুর), মো. গোলাম মোস্তফা (পটুয়াখালী), মাহমুদা রহমান মুন্নি (ঢাকা), এস. সালাউদ্দিন (ঢাকা), শাহাদৎ কবির চৌধুর (চাঁদপুর), মো. মোস্তফা কামাল (নোয়াখালী), আলহাজ্ব কবির আহম্মদ সওদার (কক্সবাজার), মো. সুমন আশরাফ (কুষ্টিয়া), এ্যাডভোকেট মো. জহুরুল হক জহির (যশোর), সেকেন্দার আলী মুকুল (পিরোজপুর), মো. নিজাম উদ্দিন সরকার (বগুড়া), এম. হাবিব উল্লাহ (মানিকগঞ্জ) মনোনীত হন। কেন্দ্রীয় নির্বাহী পরেষদে আরও রয়েছেন শাহানারা বেগম এমপি (রংপুর), জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী), এ্যাডভোকেট রেজাউল করিম বাসেত (নরসিংদী), রাজু আহমেদ লাবলু (মানিকগঞ্জ), প্রফেসর গোলাম মোস্তফা (কুমিল্লা), মো. আরফান আলী (রাঙ্গামাটি), আলহাজ্ব মো. বজলুর রহমান (ঢাকা), এ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (নড়াইল), মো. শাহজাহান কবির (নরসিংদী), মো. মামুনুর রহিম (টাঙ্গাইল), মো. হাফিজ উদ্দিন মাস্টার (ময়মনসিংহ), মো. সাইদার রহমান বুলু (নীলফামারী), জসীম উদ্দিন চৌধুরী (ভোলা), মাহবুবুর রহমান চৌধুরী (সিলেট), ক্যাপ্টেন এম. রেজাউল করিম চৌধুরী (নোয়াখালী), আলহাজ্ব এমজি মোস্তফা (লালমনিরহাট), মো. বাহাদুর ইসলাম ইমতিয়াজ (ঢাকা), হাজী মো. আবুল কালাম আজাদ (ঢাকা), প্রকৌশলী মো. শহীদুল ইসলাম (নরসিংদী), মনোয়ার-ই-খোদা চৌধুরী মন্টি (রাজবাড়ী), মিয়াজী মো. শহীদুল ইসলাম লিটন (ঢাকা), মো. আব্দুস সাত্তার গালিব (ঢাকা), মো. আবু সাদেক সরদার বাদল (ময়মনসিংহ), কাজী মো. আবুল কাশেম রিপন (জয়পুরহাট), মিসেস রোজী তালুকদার সিদ্দিকী (শেরপুর), ফজলে এলাহী সোহাগ (নোয়াখালী), রাগিব হাসান চৌধুরী (গাইবান্ধা), বেগম জাহানারা মুকুল (ঢাকা), ড. মেহেজুবুন্নেসা রহমান (নীলফামারী), মিসেস আনোয়ারা কবির (গাজীপুর), নুরুন্নাহার বেগম (ঠাকুরগাঁও) এবং মনিকা আলম (ঝিনাইদহ)।