এবার ভাড়াটিয়াদের পরিচিতি নম্বর দেবে পুলিশ

Slider সারাদেশ

25981_vrta

 

 রাজধানীতে যারা বাসা ভাড়া নিয়ে থাকেন তাদের প্রত্যেককে পুলিশ একটি নির্দিষ্ট পরিচিত (আইডেনটিটি) নম্বর দেবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। আজ শনিবার দুপুরে ডিএমপি সদর দপ্তরে ঢাকা মহানগর পুলিশের একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তিনি বলেন, দেখা গেছে স¤প্রতি আটক করা জঙ্গির বেশির ভাগই বিভিন্ন মেসে ভাড়া থাকতেন। মেস বাসা ভাড়া নিয়ে নানা প্রকার জঙ্গি আস্তানা গড়ে তোলা হচ্ছে। ইতিমধ্যে ২০ লাখ ভাড়াটের তথ্য ফরম সংগ্রহ করা হয়েছে। এসব ফরম পর্যালোচনা করে ডিএমপির পক্ষ থেকে প্রত্যেককে একটি করে আইডি নম্বর প্রদান করা হবে। একজন ভাড়াটে যখন এক এলাকা পরিবর্তন করে অন্য এলাকাতে যাবেন, তখন সংশ্লিষ্ট থানার পুলিশকে সেই বিষয়ে অবহিত করে যেতে হবে। ব্যাচেলরদের বাসা ভাড়া দিতে নিষেধ করা হয়নি জানিয়ে বলেন,  ভাড়াটে ফরম পূরণ করে মালিকদের বাসা ভাড়া দিতে হবে। পুলিশের যে ব্লকে রেইড চলছে তাতে কেউ যদি হয়রানির শিকার হন, তবে ডিএমপির ওয়েবসাইটে দেওয়া নম্বরগুলোতে ফোন করে অভিযোগ জানানো যাবে। হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *