জঙ্গিদের কাছ থেকে তেমন তথ্য পাওয়া যায়না: আইজিপি

Slider ফুলজান বিবির বাংলা বাংলার মুখোমুখি

25976_map

 

আটক জঙ্গিদের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায় না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, কোনো জঙ্গিকে আটক করলে তারা বলে, ‘আমাকে মেরে ফেলেন। আমি জান্নাতে যাব।’ আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা জানান তিনি। এসময় ধর্মের ভুল ব্যাখ্যা থেকে তরুণ সমাজকে বাঁচাতে আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি দেশে অন্য কোনো ধর্মের মানুষ থাকতে পারবে না এটি অপপ্রচার। ইসলামি ব্যক্তি, আলেমসমাজ, মাদ্রাসার শিক্ষকদের এ ধরনের অপপ্রচার বন্ধে কাজ করতে হবে। আইজিপি বলেন, জঙ্গিবাদ কোনো স্থানীয় সমস্যা না। এটি একটি বৈশ্বিক সমস্যা। জঙ্গিরা মানবতার ওপর আঘাত হানে আর ব্লগাররা ধর্ম নিয়ে কটাক্ষ করে। সাম্প্রতিক হামলাগুলোর মাস্টারমাইন্ড তামিম চৌধুরী ও ব্লগার হত্যায় সন্দেহভাজন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল হককে ধরিয়ে দেয়ার স্মরণ করিয়ে দেন দেশবাসিকে। তিনি বলেন, তামিম ও জিয়া যেখানেই থাকুক, কেউ দেখলে বা সন্ধান পেলে সরাসরি পুলিশকে জানায়। প্রয়োজনে তাঁর (আইজিপি) সঙ্গে যোগাযোগ করে তথ্যদাতাকে নিরাপত্তা দেওয়া হবে। পরিচয় গোপন রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *