দেশে আইএস নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Slider জাতীয়

25875_srst

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আইএসের কোন অস্থিত্ব নেই। যারা ৬৩ জেলায় একসঙ্গে বোমা মেরেছে, বিচারককে হত্যা করেছে, জেএমবি, হুজি বিভিন্ন নাম ধারণ করে এরাই নানাভাবে আতœপ্রকাশ করেছে। এরা সবাই এক।  এখন নানাভাবে নিজেদের আইএস দাবি করছে। মূলত: স্বাধীনতা বিরোধীরাই ভিন্নরূপে এ নাম ব্যবহার করছে বলে দাবি তার। তিনি  বলেন, স্বাধীনতার সময় এ দেশে একটি চক্র গুপ্তহত্যা, ধর্ষণ, লুন্ঠন চালিয়েছে। পঁচাত্তরের পর একই চক্রটি হাতের রগ, পায়ের রগ কেটে আতœপ্রকাশ করে।  শুক্রবার বেলা ১১টায় কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। জঙ্গিবাদ জান্নাত নয় বরং জাহান্নামে যাওয়ার পথ উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিবাদের কোন রাষ্ট্র বা সীমানা নেই। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের দেশে কোন জঙ্গিবাদের আস্তানা করতে দেব না।  বিচ্ছিন্নবাদীদের এক ইঞ্চি মাটিও ব্যবহার করতে দেব না। এসময় তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। এই আহবানে সাড়া দিয়ে সারাদেশের মানুষ কাজ করছে।  মুসলমানদের কপালে কালিমা লেপনকারী এ জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে কাজ করতে হবে। সারাদেশে জঙ্গি প্রতিরোধ কমিটি, মানববন্ধন ও সমাবেশ হচ্ছে।  এসব থেকে এদেশের মানুষের জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ঘোষণা পাওয়া যায়। দেশের আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ইতিমধ্যে জঙ্গিবাদের কারণে যাদের ধরা হয়েছে তারা সবাই এদেশের নাগরিক। বাইরে থেকে কেউ আসেনি। যদিও বিভিন্ন সময় বিদেশিরা এদেশে আইএস আছে বলে দাবি করে আসছে।  কিন্তু তার কোন প্রমাণ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *