ঢাকা ছাড়লো প্রথম হজ ফ্লাইট

Slider ফুলজান বিবির বাংলা

file (1)

 

চার শতাধিক যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট। আজ সকাল সোয়া ৮টায় বিমানের ফ্লাইট বিজি-১০১১ মোট ৪০১ জন হজযাত্রী নিয়ে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান বিমানবন্দরে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের বিদায় জানান। পরে বিমানমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিমান যাত্রাকে সবার জন্য নিরাপদ করতে সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এখানে নিরাপত্তার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সবাইকে  চেক করা হচ্ছে। বিমানবন্দরের বাইরে এপিবিএন নিরাপত্তা নিশ্চিত করছে। এবছর সবাই স্বচ্ছন্দ্যে হজ পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় এবার ৯১ হাজার ৭৫৮ জন ও সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার মানুষ হজে যাবেন। হজযাত্রীদেও সৌদি আরবে পৌঁছে দিতে ৫ই সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট চলবে। ফিরতি ফ্লাইট ১৭ই সেপ্টেম্বর শুরু হয়ে ১৬ই অক্টোবর পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *