হজ ক্যাম্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Slider জাতীয়

25508_pm

 

চলতি বছরের হজ ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমাদের এই পবিত্র ধর্ম, এই পবিত্র ধর্মের মান-সম্মান যাতে সমুন্নত থাকে, বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হিসেবে যাতে ইসলাম ধর্ম সব সময় তার স্থান করে নিতে পারে সেটাই আমার কামনা।’ তিনি বিপথগামীদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা বিপথে গিয়ে খুন খারাবি করে মানুষ হত্যা করে আমাদের এ পবিত্র ধর্মকে হেয় প্রতিপন্ন করছে, তাদের বিরুদ্ধে পুরো জাতিকে সোচ্চার হতে হবে এবং বাবা-মা, শিক্ষক সকলে এবং যার যার কর্মস্থলে প্রত্যেককেই এ ব্যাপরে সতর্ক থাকতে হবে, এ বিপথে যেন আমাদের ছেলেমেয়েরা না যেতে পারে।’ আগামীকাল ৪ঠা আগস্ট হজ ফ্লাইট শুরু হবে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম, হজ ব্যবস্থাপনাসহ আনুষঙ্গিক কাজগুলো আজ থেকে শুরু হবে। এরই মধ্যে হাজিরা হজক্যাম্পে আসা শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *