রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গিদের জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজা করিম পুলিশের ‘নলেজে’ আছেন বলে জানিয়েছেন মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। হাসনাত করিম গ্রেপ্তার আছেন কি না জানতে চাইলে আইজিপি বলেন, প্রয়োজন পড়লে যে কোনো সময় তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়া হবে। হাসনাত করিমের পরিবার গত মাসের মাঝামাঝিতে জানায়, জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার পর গত ২রা জুলাই রাতে তার সঙ্গে তাদের দেখা হয়। এরপর আর দেখা হয়নি। ওই সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়, হাসনাত তাদের হেফাজতে নেই।