খালেদাকেও গ্রেফতার করা হতে পারে- প্রধানমন্ত্রী

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ফুলজান বিবির বাংলা

hasina_sm_832105364
গ্রাম বাংলা ডেস্ক: দেশকে কেউ অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের কাউকে ছাড় দেবে না সরকার। প্রয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের যৌথসভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে সভা শেষে দলের একাধিক নেতার সঙ্গে কথা জানা যায়।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী সংসদের এ যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সূত্র জানায়, সভায় আগামী সোমবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা হরতাল প্রসঙ্গ নিয়ে কথা উঠলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপি আবার ষড়যন্ত্র শুরু করেছে। দেশ স্থিতিশীল রয়েছে। তারা আবার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নেমেছে। এ কারণেই বিএনপি হরতাল দিয়েছে।

তিনি বলেন, কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক না কেন, যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়া হবে। প্রয়োজনে খালেদা জিয়ার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *