পিরোজপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে গোলাগুলি, নিহত ১

Slider জাতীয়

24194_ppur

 

পিরোজপুরের মঠবাড়িয়ায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দুই গ্রুপের সংঘর্ষে লিটন পন্ডিত নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। এ সময় দুই গ্রুপের আরও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে। আজ সন্ধ্যা ৬টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপ আগ্নেয়াস্ত্র নিয়ে গোলাগুলিতে লিপ্ত হয়। ঘণ্টব্যাপী চলমান সংঘর্ষ আওয়ামী লীগ অফিস ছাড়িয়ে পৌর বাজার এলাকায়ও ছড়িয়ে পড়ে।  সকালে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজমুল আহসান টুকু (৫০)-কে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে একদল দুর্বৃত্ত। মারাত্মক আহত অবস্থায় টুকুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এলাকাবাসী। পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে নাজমুলের কর্মীরা আল আমীন (২৫) নামের এক যুবককে কুপিয়ে জখম করে। এসব ঘটনার জের ধরে বিকেলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এবং আওয়ামী দলীয় মঠবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমান সমর্থিত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষে আওয়ামী লীগের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে গোলাগুলিতে লিপ্ত হয়। পরবর্তীতে এ সংঘর্ষটি পুরো পৌর শহরে ছড়িয়ে পড়ে। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান গোলাগুলির সত্যতা নিশ্চিত করে বলেন, আমরাও গুলির শব্দ শুনেছি। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি আরো জানান, দুই গ্রুপের সংর্ঘর্ষে একজন নিহত ও ৪/৫ জন আহত হয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর জানান, আওয়ামী লীগের এক নেতাকে মারধরের ঘটনার জের ধরে বিকেলে আওয়ামী লীগের মেয়র ও উপজেলা চেয়ারম্যান সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *