৩শ’ কোটি টাকা বরাদ্দ হলে ১৫০ কোটি যায় এমপির পকেটে : ইনু

Slider জাতীয় টপ নিউজ
138611_170

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দারিদ্রদের জন্য কর্মসূচি টিআর ও কাবিখার বরাদ্দের ৮০ শতাংশই চুরি হয়। ৩০০ কোটি টাকা বরাদ্দ হলে ১৫০ কোটি টাকা যায় এমপির পকেটে। বাকি ১৫০ কোটি টাকার সিংহভাগ যায় চেয়ারম্যান-মেম্বাদের পকেটে। আমরা চোখ বন্ধ করে এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছি।

রোববার রাজধানীর আগারগাওস্থ পিকেএসএফ ভবনে ‘গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসটেইনেবল ডেভলপমেন্ট সামিট ২০১৬’ শীর্ষক দুই দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মনজুরুল ইসলাম, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন প্রমুখ।

হাসানুল হক ইনু বলেন, সব এমপিরাই হয়তো চুরি করেন না। কিন্তু বেশির ভাগ এমপিরাই এ কাজটি করেন। এজন্য উন্নয়ন বাজেটের অর্থ সরাসরি ইউনিয়ন পরিষদের বাজেটে দেওয়া উচিত। এতে উন্নয়ন বৈষম্য কমে আসবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *