শ্রীপুরের মোজা তৈরি কারখানায় অজ্ঞাত রোগে ২০ শ্রমিক অসুস্থ

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

Gazipur pic

শারমিন সরকার
শ্রীপুর অফিস
গাজীপুর: শ্রীপুরে একটি হাত মোজা তৈরির কারখানার অন্তত: ২০ শ্রমিক হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েছে।

বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে শ্রীপুরের ধলাদিয়া এলাকার গ্লোব এন্ড গ্লোবস্ বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেডের কারখানায় ওই ঘটনা ঘটে।

কারখানার সুইং অপারেটর হাসিনা ও কোয়ালিটি অপারেটর নীলুফার ইয়াসমিন জানান, সকাল ১০টার দিকে দুই শ্রমিক হঠাৎ কারখানার ভিতরে অসুস্থ্য হয়ে পড়ে। পরে শশ্রুশা করার পর কারখানা দুপুরের খাবারের বিরতি দেয়। বিরতির পর শ্রমিকরা কারখানায় ফেরার আসে এবং আবার অসুস্থ্য হতে শুরু করে। এসময় কেউ কেউ খিচুনি দিয়ে শ্বাসকষ্টে ভুগতে থাকে, কারও কারও মুখ দিয়ে লালা ঝরতে থাকে। পরে অসুস্থ্যদের অন্য শ্রমিক এবং কারখানার কর্মকর্তারা রাজেন্দ্রপুর মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়।

গাজীপুর সদর হাসপাতালে ডিউটি ডাক্তার মো: মহসিন জানান, অসুস্থ্যরা মাস সাইকোজেনিক ডিসঅর্ডার রোগে আক্রান্ত। আর রাজেন্দ্রপুর মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্তব্যরত চিকিৎসক মিথুন সূত্রধর জানান, তারা মূলত: কার্বন মনোক্সাইড গ্যাস পয়েজনিংয়ের কারণে অসুস্থ্যতার শিকার হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অসুস্থর‌্য হালিমা (১৮), আলেয়া (৩০), সাজেদা (২২), নাসিমা (৩০), শারমিন (১৯), আবেদা (২০), শাহানাজ (২০),রানী আক্তার (১৮) শিউলি (২২), মিনারা (১৮), সখিনা (৩০) ও মনোয়ারাকে (২৫)  গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, মডার্ণ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ১৫ ও রাজেন্দ্রপুর জেনারেল হাসপাতালে দুই জনসহ মোট ১৭ জন শ্রমিক অসুস্থতার খবর আমরা পেয়েছি। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

কারখানার মানবসম্পদ ও প্রশাসনিক কর্মকর্তা শাহীন রেজা জানান, ১০ জন শ্রমিক অসুস্থ হয়ে থাকতে পারে। প্রচন্ড গরম থেকে এরকম হয়েছে। কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *