আইএসের ভিডিওর এক তরুণ সাবেক নির্বাচন কমিশনারের ছেলে

Slider জাতীয়

21695_Tahmid

 

 

 

 

 

কথিত আইএস ভিডিওতে বাংলাদেশে আরও জঙ্গি হামলার হুমকিদাতা তিন তরুণের একজন সাবেক নির্বাচন কমিশনার শফিউর রহমানের ছেলে বলে শনাক্ত করেছেন তার পরিচিতজনরা। তাকে তাহমিদ রহমান শাফি বলে চিহ্নিত করেছেন তারা। জনপ্রিয় রিয়েলিটি শো ক্লোজ আপ ওয়ানের প্রথম আয়োজনে তিনি শীর্ষ ১৫ কণ্ঠশিল্পীর মধ্যে ছিলেন বলে ফেইসবুকে তথ্য এসেছে। তাহমিদ ২০০০-২০০১ সালে নটরডেম কলেজে উচ্চ মাধ্যমিকের বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন বলে তার সে সময়ের সহপাঠীরা জানিয়েছেন। ২০০২ সালে উচ্চ মাধ্যমিক শেষে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়েছেন। পরে বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনে কিছু দিন চাকরি করেন। শাফির সহপাঠীদের কয়েকজন বলছেন, প্রায় তিন বছর আগে তাহমিদের সঙ্গে শেষ দেখা হয় তাদের। শাফির পিতা ২০০০ সালের ২৫ জুন থেকে ২০০৫ সালের ২৫ জুন পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বও পালন করেন শফিউর। ২০১৪ সালের ১৮ই আগস্ট তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *