অতিরিক্ত ভাড়া: দুই পরিবহন শ্রমিকের কারাদণ্ড

Slider বাংলার আদালত

 

sm2016070421264620160705184403

 

 

 

 

চট্টগ্রাম: অতিরিক্ত ভাড়া নেয়ায় দুই পরিবহন শ্রমিককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  একই অভিযোগে আরও পাঁচটি দূরপাল্লার যানবাহন পরিচালনাকারী প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৫ জুলাই)  ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে যাতায়াত ও গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে নগরীর বহদ্দারহাট, অলংকার মোড়ে ও এ কে খান মোড়ে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ফোরকান এলাহি অনুপম অভিযানে নেতৃত্ব দেন।

দণ্ডিত দুই পরিবহন শ্রমিক হল বাঁশখালী পরিবহনের নূরুল হক এবং রোহান পরিবহনের মো.সালাহউদ্দিন।  এদের মধ্যে নূরুল হককে ১৪ দিন এবং সালাহউদ্দিনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডিত পরিবহন প্রতিষ্ঠানগুলো হচ্ছে জোনাকি পরিবহন, শাহী পরিবহন, স্টার লাইন পরিবহন, হিমালয় পরিবহন এবং শতাব্দী পরিবহন।

এদের মধ্যে জোনাকি, শাহী ও স্টার লাইনকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

হিমালয় পরিবহনের কমিশন কাউণ্টারকে পাঁচ হাজার এবং শতাব্দী পরিবহনের কমিশন কাউণ্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.ফোরকান এলাহি আদায় করা অতিরিক্ত ভাড়া ফেরত নিয়ে সংশ্লিষ্ট যাত্রীদের হাতে তুলে দেন বলে জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *