এসপি বাবুল নজরদারিতে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Slider জাতীয়

asaduzzaman-khan_221439

 

 

 

 

 

পুলিশ সুপার বাবুল আক্তার কোনও নজরদারিতে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

 মঙ্গলবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতর আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, তিনি (এসপি) পুলিশের কোনও নজরদারিতে নেই। তাকে নজরদারিতে রাখার কোনও কারণ নেই।

এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, বেশ কিছু আসামিকে ধরা হয়েছে। তিনি (বাবুল আক্তার) মামলার বাদি, তাই তাকে আসামিদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ মামলার তদন্ত চলছে। তদন্তেই সবকিছু বেরিয়ে আসবে।

প্রসঙ্গত, গত ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার জিইসির মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

এসপি পদে পদোন্নতি পাওয়ার আগে বাবুল আক্তার চট্টগ্রামে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা হিসেবে সফলতার সঙ্গে বেশ কয়েকটি জঙ্গিবিরোধী অভিযানে নেতৃত্ব দেন। এ কারণে তার স্ত্রী হত্যায় জঙ্গিরা জড়িত থাকতে পারে—এমন ধারণাকে সামনে রেখে তদন্তে নামে পুলিশ।

এরপর গত ১২ জুন এ ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা বদল করে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার মো. কামরুজ্জামানকে তদন্তভার দেওয়া হয়। এর আগে গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক কাজী রকিব উদ্দিন মামলাটি তদন্তের দায়িত্বে ছিলেন।

এরইমধ্যে শুক্রবার রাতে মিতুর স্বামী এসপি বাবুল আক্তারকে ‘আইজিপি স্যার ডেকেছেন’ বলে নিয়ে যায় পুলিশ। এর প্রায় ১৫ ঘণ্টা পর বাসায় ফেরেন বাবুল আক্তার।

পরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানান, মিতু হত্যার ঘটনায় করা মামলার বাদী হিসেবে এসপি বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর থেকে তাকে বাসায় নজদারিতে রাখা হয়েছে বলে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *