সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুড়ি এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনেরা।
গুলিবিদ্ধ গরু ব্যবসায়ী আলমগীর কবীর সাতক্ষীরা শহরের গড়েরকান্দা এলাকার গোলাম মোস্তফার ছেলে।
আহত আলমগীর কবিরে স্ত্রী আনোয়ারা বেগম জানান, শনিবার বিকেলে চার সহযোগীকে নিয়ে তার স্বামী বৈকারী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যায়।
তিনি জানান, রোববার ভোরে গরু নিয়ে ফেরার সময় বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার স্বামীর ঘাড়ে গুলি লাগে।
আনোয়ারা জানান, এ অবস্থায় সহযোগীরা তাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বৈকারী বিজিবি ক্যাম্পের সুবেদার হুমায়ুন কবীর জানান, এ ধরনের ঘটনা জানার পর কৈজুড়ি বিএসএফ ক্যাম্পে টেলিফোন করা হয়। তবে তারা গুলির ঘটনা অস্বীকার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।