লেখক ও সাবেক সচিব রণজিৎ বিশ্বাস (৬২) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি মৃত্যুবরণ করেন। পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে বুধবার রাতে রণজিৎ বিশ্বাস চট্টগ্রামে এসেছিলেন। দুপুরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউজের ভিআইপি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় এনডিসি তাকে ডাকতে যান। এসময় ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে সার্কিট হাউসের কর্মচারিরা দরজা ভেঙ্গে ভেতরে ঢুকেন। সেখানে বিছানায় শোয়া অবস্থায় রণজিৎ বিশ্বাসের প্রায় নিথর দেহ দেখতে পান তারা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রণজিৎ বিশ্বাস সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ছিলেন। সর্বশেষ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে তিনি অবসরে যান।