চ্যানেল আইতে আজ আসছেন সায়মা ওয়াজেদ পুতুল

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

40963_36
গ্রাম বাংলা ডেস্ক:  অটিজম স্পেক্ট্রাম ডিজঅর্ডারস মোকাবিলায় অসামান্য অবদানের জন্য সায়মা ওয়াজেদকে সম্মাননা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অটিজম বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে দীর্ঘদিন কাজ করছেন তিনি।

গত ১০ই সেপ্টেম্বর ঢাকায় একটি অনুুষ্ঠানে তার কাজের স্বীকৃতির ‘অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন পাবলিক হেলথ’ পুরস্কার তুলে দেয় সংস্থাটি। এই পুরস্কার প্রাপ্তিতে চ্যানেল আই তার একটি বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করেছে। ‘স্বীকৃতি’ নামে সাক্ষাৎকারের এই অনুুষ্ঠানে সায়মা ওয়াজেদ বলেছেন, অটিজম নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তার স্বপ্নের কথা, স্বীকৃতি প্রাপ্তিতে অনুুভূতি, মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা এবং নিজের ব্যক্তি জীবনের কথা। সাক্ষাৎকারটি নিয়েছেন ফারজানা ব্রাউনিয়া। অনুুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে আজ ১২ই সেপ্টেম্বর রাত ৮টায়। পরিচালনা করেছেন অনন্যা রুমা।

আপনার মতামত দিন
নাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *