পরিবারের নিরাপত্তা নিয়ে তনুর মায়ের উদ্বেগ

Slider জাতীয়

 

008_219793

 

 

 

 

 

নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর মা আনোয়ারা বেগম।

সোমবার তনু হত্যার তিন মাস পূর্তিতে এক মানববন্ধনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি।

কুমিল্লা গণজাগরণ মঞ্চ ও ছাত্রসমাজ এ মানববন্ধন আয়োজন করে।

বেলা ১১ থেকে ১২টা পর্যন্ত চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন মঞ্চের মুখপাত্র খায়রুল আনাম রায়হান, বামনেতা মোতাহার হোসেন বাবুল, পরেশ কর, আবুল কাশেম হৃদয় প্রমুখ।

আনোয়ারা বেগম বলেন, ‘তনু হত্যার তিনমাস পূর্তি হলো। এখনও এর রহস্য উন্মোচন হলো না। ‘

তিনি বলেন, ‘আমাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। আমার আশঙ্কা তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী মো. ইয়ার আলীকে নজরদারিতে রাখা হয়েছে। বাড়ির ডিশ লাইন কেটে দেওয়া হয়েছে।’

এ সময় তিনি তার দুই ছেলে নাজমুল হোসেন ও আনোয়ার হোসেন রুবেলের জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন।

গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন স্থানীয় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। সুরক্ষিত এলাকায় এমন হত্যার ঘটনায় ক্ষোভে-প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। এ ঘটনায় তনুর বাবা ইয়ার আলী মামলা করলেও গত নয় দিনেও জড়িত কাউকে গ্রেফতার বা শনাক্ত করতে পারেনি পুলিশ। এখন ডিবি পুলিশ মামলার তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *