নওগাঁয় জেএমবির ২ সদস্য গ্রেফতার

Slider জাতীয়

 

naogaon_219096

 

 

 

 

 

নওগাঁর রাণীনগর ও আত্রাই থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে গ্রেফতার করেছে।

তারা হলেন- রাণীনগর উপজেলার লোহাচুড়া গ্রামের মহির শেখের ছেলে হিসাব শেখ (৫০) এবং আত্রাই উপজেলার ভাবানীপুর গ্রামের নজির উদ্দেিনর ছেলে মোজাহার উদ্দীন (৩০) ।

রাণীনগর থানার ওসি আব্দুল লতিফ খান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে লোহাচুড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে নওগাঁ জেলা পুলিশের বিশষে শাখার তালিকাভুক্ত জেএমবি সদস্য হিসাব শেখকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, এসময় তার ঘর তল্লাশি করে ২টি ককটেল ও ১টি ধারালো রামদা উদ্ধার করা হয়। হিসাব শেখ তৎকালীন বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন।

আত্রাই থানার ওসি বদরুদ্দোজা জানান, বিশেষ অভিযানে উপজেলার ভবানীপুর গ্রাম থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে মোজাহার উদ্দীনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, গ্রেফতার মোজাহার জেলা পুলিশের বিশেষ শাখার তালিকাভুক্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি’র সদস্য। এছাড়া তৎকালীন বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *