আওয়ামীলীগের সকল নেতার আওয়ামীলীগ!

Slider জাতীয় টপ নিউজ বাংলার মুখোমুখি রাজনীতি সম্পাদকীয় সামাজিক যোগাযোগ সঙ্গী

2016_06_14_13_53_15_aO2h5MMalCMDTRA9klOc0a3tdnKJOU_original

 

হাসানুল হক ইনু ও সৈয়দ আশরাফ সাহেবের দ্বন্ধ এখন চরমে। গতকাল আওয়ামীলীগের নেতারা যে ধরণের কথা বলেছেন আজ অন্য রকম কথা হচ্ছে। কথোপকথনের মধ্যে যা দেখা যায় তাতে মনে হয় আওয়ামীলীগের সঙ্গে জাসদের একটি দূরত্ব তৈরী হয়েছে। মহাজোটের শরীর দল জাসদ সরে গেলেও সমস্যা নেই। কিন্তু জাসদকে দেয়া মন্ত্রীত্ব একটি সমস্যা। জাসদ যদি বঙ্গবন্ধু হত্যা কান্ডের সঙ্গে জড়িত থাকে তবে বঙ্গবন্ধুর দল আওয়ামীলীগের সঙ্গে জাসদ থাকছে কি ভাবে? এটা জটিল প্রশ্ন।

পর্যালোচনায় দেখা যায়, আওয়ামীলীগের অনেক সিনিয়র নেতা মন্ত্রীত্ব থেকে দূরে। অথচ জাসদের নেতা মন্ত্রী। জাতীয় পার্টি স্বৈরাচারী দল অথচ জাতীয় পার্টিতে একাধিক মন্ত্রীত্ব। এতে মনে হয়, আওয়ামীলীগের ক্ষমতা থেকে আওয়ামীলীগ দূরে সরে যাচ্ছে। তাহলে আওয়ামীলীগের সকল নেতার আওয়ামীলীগ হবে কবে? তাহলে কি ধরে নিতে হবে আওয়ামীলীগের ভেতরে আরেক আওয়ামীলীগ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *