গাজীপুরে ছেলে মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট

Slider খেলা গ্রাম বাংলা জাতীয় সারাদেশ

IMG_5522
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নউজ২৪.কম
গাজীপুর অফিস: ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত কচি-কাঁচা একাডেমী ও ইকবাল সিদ্দিকী হাই স্কুলের আন্তঃ হাউজ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৪ শুরু হয়েছে। প্রথমবারের মত এবার ছেলে মেয়েরা অংশ গ্রহন করতে যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে ওই টুর্নামেন্ট উদ্বোধন হয়।

রাজন্দ্রেপুর এলাকার নয়নপুর মাঠে আয়োজিত টুর্নামেন্টটি উদ্বোধন করেন সোসাইটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ জনাব ইকবাল সিদ্দিকী।
টুর্নামেন্টে দুর্বার, দুরন্ত, দুর্জয় ও দিগন্ত নামে চারটি হাউজ প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পৃথক গ্র“পে অংশগ্রহণ করছে। এছাড়া এ বছরই প্রথমবারের মতো ছাত্রীদেরও পৃথক দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *