নেত্রকোনায় বিএনপির ৩৮ নেতাকর্মী কারাগারে

Slider জাতীয়

 

 

Netrokona20160614202911

 

 

 

 

নেত্রকোনা: নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলায় নেত্রকোনায় বিএনপির ৩৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।  তবে, একই মামলায় অন্য ২৩ আসামির জামিন মঞ্জুর করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক আলমগীর কবীর শিপন।

আদালত সূত্র জানায়, আমতলা ইউপি নির্বাচনের প্রচার প্রচারণার সময় বিএনপি মনোনীত প্রার্থী শফিউল্লাহ্ সমর্থকরা শনিবার (২৮ মে) দিনগত রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলতাবুর রহমানের নির্বাচনী একটি ক্যাম্প ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনায় রোববার (২৯ মে) বিএনপির ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে আ.লীগ প্রার্থী আলতাবুর বাদী হয়ে দ্রুত বিচার আইনে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *