গাজীপুরে গ্রামীন ফোনের ইন্টারনেট মেলা শুরু

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

10644916_10203425077762388_3554900551368246785_n

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: জেলা শহরে গ্রামীন ফোন হৈ চৈ অফারের আওতায় শুরু হয়েছে পাঁচ দিন ব্যাপী ইন্টারনেট মেলা। ওই অফারে ইন্টারনেট চালু করলে গ্রামীন ফোনের পক্ষ থেকে একটি টুপি ও সংশ্লিষ্ট কাস্টমার সার্ভিস থেকে গ্রাহককে একটি কলম দেয়া হবে।

বুধবার সকাল ১১টায় গাজীপুর শহরের জোরপুকুর পাড়ে অবস্থিত গ্রামীন ফোন কাস্টমার সার্ভিস মা মনি কমিউনিকেশনে ওই মেলার উদ্বোধন করা হয়।

গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে এম রিপন আনসারী আনুষ্ঠানিকভাবে ওই মেলার উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চেতনা গাজীপুরের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রনি, গ্রামীন ফোনের টেরিটরি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, মা মনি কমিউনিকেশনের প্রোপাইটর মোঃ জাকারিয়া, কাস্টমার ম্যানেজার সৈয়দ আসিফ ইকবাল, মোবারক ট্রেডার্সের ম্যানেজার কুসুম কুমার মন্ডল, সুপারভাইজার মোঃ মামুনুর রশিদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *