মিতু হত্যায় নেপথ্যের কুশীলবদের খুঁজছি: মনিরুল

Slider জাতীয়

 

7_216905

 

 

 

 

 

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার ঘটনার নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে রাজাধানীর মিন্টোরোডে ডিএমপি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম একথা বলেন।

তিনি বলেন, মাহমুদা খানম মিতুর হত্যার ঘটনায় নেপথ্যের কুশীলবদের খুঁজে বেরার চেষ্টা করছি আমরা।

মনিরুল ইসলাম বলেন, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী তার স্বামীর জন্যই হত্যার শিকার হয়ে থাকতে পারেন। বাবুল আক্তার যেহুতু জঙ্গি বিরোধী কাজের দায়িত্বে ছিলেন তার কারণেই তার স্ত্রীকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, রোববার সকালে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় ছেলেকে স্কুলের বাসে তুলে দিতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ও গুলিতে খুন হন পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

ওইদিন সকাল ৭টার দিকে মোটরসাইকেলে আসা তিন যুবক মিতুকে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তারা বলছেন, জঙ্গিরাই এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *