যৌনদাসী হতে অস্বীকৃতি জানানোয় ১৯ যুবতীকে পুড়িয়ে হত্যা করেছে আইসিস জঙ্গিরা। গত বৃহস্পতিবার মসুলের কেন্দ্রীয় এলাকায় বিপুল সংখ্যক মানুষের সামনে ওইসব যুবতীর দেহে আগুন ধরিয়ে দেয়া হয়। এআরএ নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। মিডিয়াকর্মী আবদুল্লাহ আল মাল্লা বলেন, আইসিস জঙ্গিরা এসব যুবতীকে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার প্রস্তাব দিয়েছিল। তারা তা প্রত্যাখ্যান করেন। এর শাস্তি হিসেবে তাদেরকে পুড়িয়ে মারা হয়। তাদেরকে যখন পুড়িয়ে মারা হচ্ছিল তখন কয়েকশ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। নারকীয় এই শাস্তির হাত থেকে তাদেরকে বাঁচাতে কেউ এগিয়ে যায় নি। ২০১৪ সালের আগস্টে ইরাকের উত্তর-পশ্চিমে অবস্থিত সিনজার দখল করে নেয় আইসিস। এরপর তারা ইয়াজিদি সম্প্রদায়ের ৩ হাজারের বেশি যুবতীকে যৌনদাসী বানিয়েছে। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের হিসাবে এখনও ইরাক ও সিরিয়ায় ইয়াজিদি সম্প্রদায়ের ১৮০০ নারী ও যুবতীকে আটকে রেখেছে আইসিস।
এই বিভাগের সর্বাধিক পঠিত