স্বাগতিকদের হারিয়ে কলম্বিয়ার দুর্দান্ত শুরু

Slider খেলা

 

copa-bg20160604101323

 

 

 

 

ঢাকা: কোপা আমেরিকার শুরুটা দুর্দান্তই করলো কলম্বিয়া। স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারিয়েছে দলটি। দলের হয়ে একটি করে গোল করেন ক্রিস্টিয়ান জাপাটা ও জেমস রদ্রিগেজ।

কোপা আমেরিকার এবারের আসরটি বিশেষ একটি আসর। বিশ্বের সবচেয়ে পুরোনো টুর্নামেন্টটি এবার শতবছরে পা দিয়েছে। তাই এক বছর পরই আসরটি শুরু হলো। এবার প্রথমবারের মতো ল্যাটিন আমেরিকার বাইরে যুক্তরাষ্ট্রের মাটিতে হচ্ছে আসরটি।

শনিবার বাংলাদেশ সময় ভোরে ক্যালিফোর্নিয়ার লেভি স্টেডিয়ামে আসরটির প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপ থেকে মুখোমুখি হয় দু’দল। তবে পুরো ম্যাচে দারুণ আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় কলম্বিয়া।

ম্যাচের ৮ মিনিটেই জাপাটার গোলে এগিয়ে যায় ২০০১ সালের চ্যাম্পিয়নরা।আর ম্যাচের প্রথমার্ধের ৪২ মিনিটে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে দলের লিড দ্বিগুন করেন রদ্রিগেজ। পরে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।

বিরতির পর দু’দলই আরও কয়েকটি প্রচেষ্টা চালায়। তবে তা থেকে গোল আদায় করে নিতে পারেনি কেউ। শেষ পর্যন্ত দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে পেকারম্যানের শিষ্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *