বগুড়া : জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী।
শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, পাথরবোঝাই একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দিনাজপুরগামী রেখা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ৭ যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ২০ জন।
পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করে।
এদিকে, এদিকে দুর্ঘটনার পর পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে মহাসড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়।