স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কমিশনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার প্রবীন আইনজীবী নূর হোসেন চৌধুরী(৭০)কে বাদ আছর গাজীপুর শহরের সরকারী গোরস্থানে দাফন করা হবে।
মরহুমের মেয়ের জামাতা বেসরকারী টেলিভিশন আরটিভির সিনিয়র গ্রাফিক ডিজাইনার তানজীম নেওয়াজ খান তপু জানান, সোমবার রাতে ঢাকার ফকিরাপুলের বাসায় অসুস্থ হওয়ার পর ভোররাত ৩টার দিকে ঢাকার ইসলামীয়া হাসপাতালে তিনি মারা যান(ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে—)। তার গ্রামের বাড়ি সিলেট জেলার ওসমানী নগর থানার দিরাই গ্রামে। দীর্ঘদিন যাবৎ তিনি গাজীপুর শহরের জোরপুকুরপাড়ে বাড়ি করে বসবাস করতেন। প্রতি সপ্তাহে শুক্রবার তিনি গাজীপুরে আসতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২মেয়ে ও ১ছেলে রেখে গেছেন। তার স্ত্রী জিয়ারুতুন্নেছা কচি গাজীপুর সদর হাসপাতালে স্বাস্থ্য কর্মকর্তা পদে চাকুরীরত। ছেলে জাকির হোসেন চৌধুরী দীপু শিক্ষানবীশ আইনজীবী।
মরহুমের একান্ত সহকারী শিক্ষানবীশ আইনজীবী সুলতান হোসেন শিশির জানান, সকাল ১০টায় বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়েছে। বাদ আছর গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে দ্বিতীয় জানাযা শেষে গাজীপুর সিটিকর্পোরেশন গোরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইস্তেকবাল হোসেন নওরোজ জানান, প্রবীন আইনজীবী নূর হোসেন চৌধুরীর মৃত্যুতে গাজীপুর আদালতের সকল কমর্কান্ড মূলতবী করা হয়েছে। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় এখন মিলাদ চলছে।