গ্রাম বাংলা ডেস্ক: বাংলাদেশে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা পার্লামেন্টের হাতে ন্যস্ত করার লক্ষ্যে সংবিধান সংশোধনী বিল আজ জাতীয় সংসদে উত্থাপন করেছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রস্তাবিত সংশোধনীর ব্যাপারে
বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে গেলেও তারা কোন বিচারকের রায় পছন্দ না হলেই তাকে সরিয়ে দিতে পারবেন, ব্যাপারটা সেরকম নয়। বিচারকের বিরুদ্ধে অসদাচারণ এবং অযোগ্যতার সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে। আর এই অভিযোগ যাচাই করবে একটি পৃথক স্বাধীন সংস্থা। সুতরাং এখানে এই ক্ষমতার অপপ্রয়োগের সুযোগ নেই বলে মন্ত্রী দাবি করছেন।
আইন মন্ত্রী আনিসুল হক আরো বলেন, প্রস্তাবিত সংশোধনীর আলোকে কিভাবে বিচারপতিদের অভিশংসন করা যাবে, কারা কিভাবে এ বিষয়ে অভিযোগ তুলতে পারবেন, এবং কিভাবে এসব অভিযোগের তদন্ত হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করা হবে।
তবে বিএনপি নেতা এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, বিচারকদের অভিশংসনের ক্ষমতা পার্লামেন্টের হাতে দিলে বিচার বিভাগের ওপর রাজনৈতিক প্রভাব আরো বাড়বে। বিচার বিভাগ সংসদের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হবে।
তিনি আরো বলেন, পৃথক স্বাধীন প্রতিষ্ঠান বিচারকদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করবে বলে আইন মন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, সে ব্যাপারে তারা আস্থা রাখতে পারছেন না। কারণ অতীতে এরকম অনেক আশ্বাস বাস্তবায়িত হয়নি।
প্রস্তাবিত বিলটি চলতি অধিবেশনেই পাশ করা যাবে বলে আশা করছে সরকার।