বিমানবন্দরের নিরাপত্তা: সাত দেশের রাষ্ট্রদূতের সঙ্গে তিন সচিবের বৈঠক

Slider সারাদেশ

file

 

কূটনৈতিক রিপোর্টার | বিমানবন্দরের  নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সরকারের তিন সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ সাত দেশের রাষ্ট্রদূতরা।
আজ বিকাল চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও জাপানের রাষ্ট্রদূত রয়েছেন। এছাড়া পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব ও বিমান মন্ত্রণালয়ের সচিব বৈঠকে অংশ নিচ্ছেন। বাংলাদেশের বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ রয়েছে। তারা বরাবরই বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানোর তাগিদ দিয়ে আসছে। সম্প্রতি অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। পরে যুক্তরাজ্যের শর্ত অনুযায়ি দেশটির একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী নিয়োগ দেয়া হয় হযরত শাহজালাল রহ. আন্তর্জাতিক বিমানবন্দরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *