ঋণ জালিয়াতি; সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৩ জনের যাবজ্জীবন

Slider অর্থ ও বাণিজ্য

 

15321_sonali-bank
সোনালী ব্যাংকের ঋণ জালিয়াতির এক মামলায় ব্যাংকটির রূপসী বাংলা হোটেল শাখার সাবেক এক সহকারী ব্যবস্থাপকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তারা হলেন- ব্যাংকটির সাবেক কর্মকর্তা সাইফুল হাসান (৫৪) এবং ঋণ গ্রহণকারী প্রতিষ্ঠান প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল মামুন (৩১) ও  ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম (৩৮)। ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা সবাই পলাতক, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। প্যারাগন নিট কম্পোজিটের কর্তাব্যক্তিরা ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে ঋণ জালিয়াতির মাধ্যমে ২ কোটি ২২ লাখ ৭৮ হাজার ৬১০ টাকা আত্মসাৎ করেন বলে মামলায় বলা হয়। দুদকের সহকারী পরিচালক নাজমুস সাদাত বাদী হয়ে ২০১৩ সালের ২৮ মে রমনা থানায় এ মামলা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *