স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস: মঙ্গলবার রাত ১০টার পর গাজীপুর শহরের তিনটি স্থানে ৫টি ককটেলের বিস্ফোরন হয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাসার সামনে দুটি বিস্ফোরণ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ওই বিস্ফোরণ হয়। প্রথমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ের মাঝামঝি স্থানে রাজবাড়ি রোডে একই সঙ্গে দুটি ককটেলের বিস্ফোরন হয়। কয়েক সেকেন্ডের মাথায় রানী বিলাসমনি স্কুল মোড়ে আরো ১টি বিস্ফোরন হয়। অল্পক্ষন পরেই জোরপুকুর পাড় এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আ ক ম মোজাম্মেলন হকের বাসার সামনে কয়েক গজ দূরে পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।
দীর্ঘদিন পর হঠাৎ করে পর পর ৫টি ককটেলের বিস্ফোরন ঘটায় জনমনে আতঙ্ক দেখা দেয়। সাধারণ পথচারীরা দ্রুত যার যার বাসায় চলে যায়। শহরের দোকানপাট আস্তে আস্তে বন্ধ হয়ে যায়।
এসকল বিষয়ে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) মাহফুজুর রহমান জানান, শহরে ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে পুলিশ কোন মন্তব্য করতে পারেনি।