বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, ৪০ থেকে ৫০ লাখ টন চাল উদ্বৃত্ত রয়েছে যা রফতানি করা হবে।
মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য পর্যালচনা বিষয়ে এ সভায় তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা শ্রীলংকায় চাল রফতানি করেছি। এখন বিশ্বের অন্যান্য দেশে চাল রফতানির চেষ্টা চলছে।’
এ সময় মন্ত্রী জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে।
বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে এ সভায় আরো উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব হেদাতুল্লাহ আল মামুন, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব খান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, ভোক্তা অধিকারের মহাসচিব, টিসিবির চেয়ারম্যানসহ পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা।