মালিতে শান্তি মিশনে ২ পুলিশ নিহত

Slider জাতীয়

2016_05_16_12_17_35_NbKDvNYOOYGVqIOd831UBEToD8s3V2_original

 

 

 

 

ঢাকা : জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্বপালনের সময় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো ৫ জন।

সোমবার (১৬ মে) সকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মালিতে এক ঘুর্ণিঝরের কবলে পড়ে এই দুই পুলিশ সদস্য নিহত হন।নিহতরা হলেন- কনস্টেবল ছামিদুল হক ও মোতাহার হোসেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের আইজি একেএম শহীদুল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *