শেখ হাসিনাকে খুনি বলায় ফখরুলের বিরুদ্ধে মামলা

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

5222e3ffad919-fakrul1
আদালত প্রতিবেদক
গ্রাম বাংলা ডেস্ক: শেখ হাসিনাকে খুনি বলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার  সকালে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবতীর আদালতে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এসএম নূর-ই আলম সিদ্দিক এই মামলা দায়ের করেন।

মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ তিনি শেখ হাসিনাকে বলেছিলেন, ‘খুনি আওয়ামী লীগের সভানত্রী নিজে। তার দল খুনের দল। শতশত তরুণ যুবকের রক্তে তার হাত রঞ্জিত। আওয়ামী লীগ সরকার আর পাক হানাদার বাহিনীর মধ্যে কোনো পার্থক্য নেই।’ এ কথা বলার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো।

আদালত বাদির যবানবন্দী নিয়ে বলেন, পরে আদেশ দেয়া হবে।

মামলার শুনানির সময় বিএনপি নেতা জয়নাল আবেদীন মেজবাহ ও একে ফজরুল হক বলেন, আদালতে এই মামলা নেয়ার কোনো সুযোগ নেই। কারণ, যিনি (শেখ হাসিনা) ুব্ধ হয়েছেন, তিনি (শেখ হাসিনা) ছাড়া কেউ মামলা দায়ের করতে পারবেন না। এটা হলো আইনের বিধান।

আদালত বলেছেন, আমি নথি পর্যালোচনা করে আইনের বিধান দেখে আদেশ দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *