গণপূর্তমন্ত্রী মোশাররফকে দেয়া অব্যাহতির রায় বাতিল, তদন্ত চলবে

Slider বাংলার আদালত

file

 

দুদকের দায়ের করা একটি দুর্নীতি মামলা থেকে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে অব্যাহতি দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তা বাতিল করে দিয়েছে আপিল বিভাগ।
আজ সকালে দুদকের করা লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই রায় দেন। হাইকোর্টের রায় বাতিল হয়ে যাওয়ায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতির এই অভিযোগের তদন্ত চালাতে আর কোন আইনি বাধা থাকল না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ  হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজিবুল আলম। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ ১৯৯৬-২০০১ মেয়াদে আওয়ামী লীগ সরকারেও একই দপ্তরের দায়িত্বে ছিলেন।  সেই সময়ে সরকারি জমি নিয়ে দুর্নীতির অভিযোগ দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ২০০৭ সালের ২২শে শে নভেম্বর চট্টগ্রামের ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেন। ২০১২ সালের ২০শে নভেম্বর বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চ মামলাটি বাতিল করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *