গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার এর ১২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

Slider জাতীয়

mail.google.com

 

 

 

 

 

মো:আলী আজগর খান পিরু:
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্ল¬াহ মাস্টার এমপি’র ১২তম শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষে গাজীপুর ও টঙ্গীতে সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টারের গ্রামের বাড়ি হায়দরাবাদে তাঁর কবরে পাশে কোরআন খানি, মিলাদ ও নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইলিয়াস আহম্মেদের পরিচালনায় স্থানীয় নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিকেলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এড. সাহারা খাতুন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এড. শামসুল হক টুক্কু, গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কায়সার, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃ মতিউর রহমান মতি, আতাউল্লাহ মন্ডল, এড. ওয়াজ উদ্দিন, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটর সদস্য বদরুল আলম পাশা প্রমুখ। বক্তারা অবিলম্বে আহসান উল্লাহ মাস্টারের হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবী জানান।
এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ, শ্রমিকলীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও এলাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান শহীদ আহসান উল্র¬াহ মাস্টারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচী পালন করেন।
উল্লে¬খ্য প্রখ্যাত শ্রমিক নেতা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় শ্রমিকলীগ কেন্দীয় কমিটির সাবেক কার্যকরি সভাপতি ও সাধারণ সম্পাদক শহীদ আহসান উল¬াহ মাস্টার এমপি ২০০৪ সালে ৭ মে শুক্রবার গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১০নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সম্মেলনে সন্ত্রসীদের গুলিতে নিহত হন। ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের সাবেক পূবাইল ইউনিয়নের হায়দরাবাদ গ্রামে শহীদ আহসান উল¬াহ মাস্টার জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ্ সুফী আলহাজ্ব আব্দুল কাদের, মাতা হাজী রুসতুমুনন্নেছা। আহসান উল্ল¬াহ মাস্টার গাজীপুর ২ ( গাজীপুর সদর-টঙ্গী) আসন হতে ১৯৯৬ ও ২০০১ সালে পর পর ২ বার আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে ২ দফা পূবাইল স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, আর্ন্তজাতিক শ্রমিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। আহসান উল্ল¬াহ মাস্টার মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। স্বাধীন হওয়ার পর একদিকে শিক্ষক অন্যদিকে রাজনীতি ও সমাজসেবায় নিয়োজিত ছিলেন। শহীদ আহসান উল্ল¬াহ মাস্টারের হত্যা মামলায় ২০০৫ সালের ১৬ই এপ্রিল দ্রুতবিচার আইনে মামলার রায়ে প্রধান আসামি বি এন পি নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ জন কে ফাসীঁ ও ৬ জনকে যাবত জীবন কারাদন্ড প্রদান করা হয়। এর মধ্যে প্রধান আসামিসহ ১৭ জন দেশের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে। বাকী ১১ জন আসামি ভারত, বেলজিয়াম, ফ্রান্স, ইতালী, কানাডায় পলাতক রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *