কুয়েতের প্রধানমন্ত্রী ঢাকায়

Slider ফুলজান বিবির বাংলা সারাদেশ সারাবিশ্ব

file

 

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ ঢাকায় পৌঁছেছেন। তিন দিনের সরকারি সফরে তিনি মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটার দিকে একটি বিশেষ উড়োজাহাজে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। এসময় ঢাকা প্রধানমন্ত্রী শেষ হাসিনা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়। তিন বাহিনীর চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে কুচকাওয়াজ পরিদর্শন করেন আল-মুবারক আল-হামাদ আল-সাবাহ।  এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা, তিন বাহিনীর প্রধান ও কূটনীতিক কোরের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সফরে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে কুয়েতের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষা, সামরিক সহযোগিতা এবং কুটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা সহজিকরণ সংক্রান্ত তিনটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এছাড়া একটি সমঝোতা স্মারকও স্বাক্ষর হতে পারে। ৫ মে বিকেলে ঢাকা ছাড়ার কথা রয়েছে কুয়েতের প্রধানমন্ত্রীর। ৬৮ সদস্যের কুয়েক প্রধানমন্ত্রীর প্রতিনিধি দলে রয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ, অর্থ ও তেল মন্ত্রী আনাস খালেদ আল-সাবাহ, শিক্ষা মন্ত্রী ড. বদর হামাদ আল-ইসাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। এছাড়া কুয়েত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও রয়েছেন সফরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *