স্বামীসহ বিদেশ যেতে পারবে নারী শ্রমিক

Slider জাতীয়

BSV_SM20160426181113

 

 

 

 

 

বিদেশ গমনেচ্ছুক নারী শ্রমিকরা স্বামী, ভাই ও সন্তান নিয়েও সৌদি আরব যেতে পারবেন বলে সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
‘নারী শ্রমিকরা বিদেশ থেকে দেশে আসার পর তার সংসার ভাঙছে, স্বামী অন্য আর একটি বিয়ে করে সংসার করছে। এই অবস্থার পরিবর্তনের জন্য নারী শ্রমিকের সঙ্গে তার স্বামীকেও একই দেশে পাঠিয়ে নারী শ্রমিকের গৃহে কর্মের পাশাপাশি স্বামীকে মালির কাজ দেওয়া যায় কিনা,’ এমন প্রশ্ন করেন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুরজাহান বেগম।

সম্পূরক প্রশ্নের জবাবে নূরুল ইসলাম বিএসসি বলেন, শুধুমাত্র সৌদি আরবে নারী শ্রমিকরা তাদের স্বামী, সন্তান ও ভাইকে নিয়ে যেতে পারবে।

আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ডাটাবেজ চালুর পর সার্ভারের তথ্যানুযায়ী ২০০৪ সালের ১৫ জুন থেকে ২০১৬ সালের ১৮ এপ্রিল পর্যন্ত মোট ৪ লাখ ৭৮ হাজার ৬২৩ জন বাংলাদেশি নারী শ্রমিক ছাড়পত্র নিয়ে ৬৮টি দেশে গমন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *