শ্রীপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আরও এক জনের মৃত্যু

Slider জাতীয়

mail.google.com

রাতুল মন্ডল, শ্রীপুর গাজীপুর প্রতিনিধি:

শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী আইন শৃংখলার মারাত্বক অবনতি ঘটেছে। ৪২ ঘন্টার ব্যবধানে সোমবার ফের ১ ব্যক্তি নিহত ও ৯ জন আহত হয়েছে। থেমে থেমে সহিংস ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। জানা যায়, গত ২৩ এপ্রিল শনিবার শ্রীপুরে ইউপি নির্বাচন সম্পন্ন হওয়ার পর উপজেলার বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটছে। সহিংস ঘটনায় এ পর্যন্ত শ্রীপুরে ২ জন নিহত হয়েছে।

২৫ এপ্রিল সোমবার সহিংস ঘটনায় আ’লীগের কর্মী হযরত আলী সরদার (৫৫) নিহত হয়। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে গোসিংগা বাজার বটতলায় আ’লীগ মনোনীত নৌকা মার্কার বিজয়ী চেয়ারম্যান শাহজাহান সরকারের সমর্থকদের সাথে আ’লীগের বিদ্রোহী বরকত আলী খোকার সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে হযরত আলী সরদার (৫৫) অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান অবস্থায় শ্রীপুর হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহতের ছোট ভাই গোসিংগা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসাদ সরদার এবং চাচাত ভাই কে.এম সাহারিয়ার শাকিল অভিযোগ করেন, নির্বাচনী প্রতিহিংসায় প্রতিপক্ষের লোকজন হযরত আলীকে এলোপাথারী পিটিয়ে হত্যা করেছে। নিহত হযরত আলী লতিফপুর গ্রামের মৃত বদর উদ্দিন সরদারের পুত্র এবং গোসিংগা বাজারের বাঁশ ব্যবসায়ী।

এলাকাবাসীরা আরো অভিযোগ করেন, নির্বাচন নিয়ে আ’লীগ বিজয়ী চেয়ারম্যান শাহজাহান সরকারের সমর্থক এফ.এম আব্দুল্লাহ (৪২) এর উপর রবিবার রাত ৯ টার দিকে স্থানীয় আ’লীগের সাফায়েত মোড়ল, আ: লতিফ, দুলন, দেলোয়ার, মামুন, হৃদয়, কাইয়ুম, লুৎফর, কামাল এর নেতৃত্বে ১০/১৫ জনের দল হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথারী পিটিয়ে গুরুত্বর আহত করে নগদ ১ লাখ ৪২ হাজার ২’শত টাকা ছিনিয়ে নেয়। এসময় হযরত আলী বাধা দিতে গেলে হামলাকারীরা তাকে বেধড়ক মারপিট করে। আহত আব্দুল্লাহকে এলাকাবাসী উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে ভর্তি করে।

এর আগে শনিবার নির্বাচনের দিন সন্ধ্যায় মাওনা ইউনিয়নাধীন ৪নং ওয়ার্ডের দক্ষিন বারতোপা এলাকায় দু’মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সহিংসতা মো: আবুল খসরুর (৫৫) মৃত্যু হয়। এছাড়া রবিবার বিকালে বরমী ইউনিয়নের ২নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থী শামীম আহম্মেদ ও মারুফ শেখের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জমির (৩৪) করিম (২৮), রফিক (২৫) নিজাম উদ্দিন (৫৫), সাকিব (২৫), রহিম (২৮) গুরুত্বর আহত হয়। প্রতিপক্ষের হামলায় জমিরের ডান হাত শরীরির থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রোববার সকালে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী শফিক উদ্দিনের সমর্থক কলিম উদ্দিন মোড়লকে (৪২), নুরুল হক মোড়লের সমর্থকরা পিটিয়ে গুরুত্বর জখম করে।

এদিকে নির্বাচন পরবর্তী ৪২ ঘন্টায় পৃথক পৃথক সহিংসতায় দু’ব্যক্তির মৃত্যু ও প্রায় ৪০ জন আহত হওয়ার ঘটনা আইন শৃংখলার মারাত্বক অবনতি বলে সচেতন মহল মনে করে। নির্বাচন পরবর্তী সহিংসতা মোকাবেলায় পুলিশের তৎপরতা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গোসিংগা বাজারে হযরত আলী নিহতের ঘটনায় শ্রীপুর থানার ওসি মো: মোস্তফা কামাল জানান, হযরত আলী পুর্ব আক্রোশের জের ধরে প্রতিপক্ষের উপর হামলা করতে গিয়ে নিজেই মারা গেছে। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, সংবাদ জানার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ করে বলেন, সংবাদ পেলেও পুলিশ ঘটনাস্থলে না গিয়ে নিরব ভুমিকা পালন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *