মহান মে দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি মেলেনি বিএনপির –

Slider রাজনীতি
1461556255

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। আগামী ১ মে এ সমাবেশের আয়োজন করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়। যৌথসভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সমাবেশের অনুমতি চাওয়া হলেও এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো অনুমতি পাওয়া যায়নি।
রিজভী বলেন, ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজনের জন্য গত ২৭ মার্চ যথাযথ কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে। উদ্যান কর্তৃপক্ষ বলেছে, পুলিশ অনুমতি দিলে সমাবেশ আয়োজনের ক্ষেত্রে কোনো বাধা নেই। এরপর ২২ এপ্রিল আবারো চিঠির বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। নির্ধারিত সময়ের আগেই অনুমতি পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রিজভী জানান, শ্রমিক দল আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুর-উর রশিদ, আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *