নিরাপত্তা ছেড়ে উন্নতি দিয়ে কী করব?

Slider

11246_KAMAL

 

উন্নতির সঙ্গে অংশীদারত্ব ও অংশগ্রহণ না মেলাতে পারলে সেই উন্নতির সুফল কেউ পাবে না বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল। তিনি প্রশ্ন রেখে বলেন, নিরাপত্তা, স্বাধীনতাসহ সবকিছু ছেড়ে দিয়ে যদি আমরা উন্নতি করি, তবে সেই উন্নতি দিয়ে কী করব? আজ রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন বিষয়ে বাংলাদেশ জার্নি শিরোনামের এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। এতে সভাপতিত্ব করেন সুলতানা কামাল ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. বিনায়ক সেন। সভাপতির বক্তব্যে সুলতানা কামাল বলেন, দুর্নীতি শুধু মানুষের ক্ষতিই করে না, মানুষকে হত্যাও করে। রানা প্লাজা ধস তার উদাহরণ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা বলেন, এ দেশে রানা প্লাজা ধস, তাজরীন ফ্যাশনসে আগুন, প্রতিদিন সড়ক দুর্ঘটনা এগুলো হতেই থাকবে, যদি সুশাসন নিশ্চিত না হয়। তিনি আরও বলেন, আমাদের বারবার বলা হয় বাস্তবতা বুঝতে হবে। যদি আমরা সব সময় বাস্তবতাই বুঝতে থাকি, তাহলে বাস্তবতার পরিবর্তন কীভাবে করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *