রিজার্ভ চুরি ধামাচাপা দিতে শফিক রেহমানকে গ্রেফতার: মির্জা ফখরুল

Slider রাজনীতি
004_207217
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, সোহাগী জাহান তনু হত্যা ধামাচাপা দিতেই শফিক রেহমানকে গ্রেফতার হয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি করেন।

শফিক রেহমান, মাহমুদুর রহমান, শওকত মাহমুদ, মেয়র মান্নানকে গ্রেফতারে প্রতিবাদে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এ প্রতিবাদ সমাবেশ আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি ড. ফরিদুজ্জামান ফরহাদ।

মির্জা ফখরুল বলেন, ‘জয়ের ঘটনায় শফিক রেহমান, মাহমুদুর রহমান কোনোভাবেই জড়িত থাকতে পারেন না, তারা জড়িত নন। সরকারের ব্যর্থতা ঢাকতে তাদের গ্রেফতার করা হয়েছে। এখন বিএনপিকে জড়ানোর ষড়যন্ত্র চলছে।’

বিএনপির মহাসচিব অভিযোগ করেন, ‘এখন ভিন্নমত শোনা হয় না। যারা ভিন্নমত পোষণ করেন, তাদের ওপর নির্যাতন চালানো হয়।’

অনির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘যেকোনো ঘটনা ঘটলেই সরকার বিএনপির ওপর দোষ চাপিয়ে দেয়।’

তিনি বলেন, ‘এ সরকারের আমলে বিদেশি কোনো বিনিয়োগ নেই। বিদেশিরা এখন এদেশে আসতে চায় না।’

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *