বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Slider জাতীয়

 

9906_kamal

 

 

 

 

 

বাংলাদেশে জঙ্গি সংগঠন আইএসের কোন ঘাঁটি বা অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আইএসের অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’-এর ১৪ তম সংখ্যায় কথিত আইএসের বাংলাদেশ প্রধান শেখ আবু-ইব্রাহিম আল-হানিফের সাক্ষাৎকার প্রকাশ হয়। এতে হানিফ দাবি করেন, আইএস বাংলাদেশে ঘাঁটি করতে চায়। এখান থেকে ভারত এবং মিয়ানমারে হামলা চালানোর কথাও বলেন তিনি। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আইএসের কোন ঘাঁটি বাংলাদেশে নেই।

কোনো সংগঠন বাংলাদেশে নেই। আইএসকে হয়তো অল্প দু-একজন বিশ্বাস করতে পারে। কোন বিদেশি মতাদর্শের লোক এই দেশে ঘাঁটি গেড়ে অন্য দেশে আক্রমণ করবে, সেটা হবে না। তিনি বলেন, আমি আগেও বলছি এখনও বলছি, এগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *