৬০ বছরের মডেল

বিনোদন ও মিডিয়া

8321_1033

 

 

 

 

 

বয়স ৬০। চুল সব সাদা হয়ে গেছে। কিন্তু এখনও দারুণ ফিগার ধরে রেখেছেন। তরুণী, যুবতীদের কাছেও তা ঈর্ষণীয় বললে ভুল বলা হবে না। মডেলিং করে চলেছেন। নতুন একটি সাঁতারের পোশাকের পোস্টারগার্ল তিনি। এ নিয়ে ফ্যাশন ম্যাগাজিন আর ট্যাবলয়েডগুলোতে নিয়মিত শিরোনাম হচ্ছেন ক্যালিফোর্নিয়ার মডেল ইয়ামেমিনাহ রোজি। তিনি বলেছেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন মডেলিং করে যেতে চান। সম্প্রতি রোজি অনলাইন স্টোর দ্য ড্রেসলিন ও অন্তর্বাস ব্রান্ড ল্যান্ড অব উইমেন এর সঙ্গে নতুন মডেলিং চুক্তি করেছেন। তাদের নতুন সাঁতারের পোশাক পরে ফটোশুট করেছেন। ডেইলি মেইলকে রোজি বলেছেন, ‘জীবনের শেষ পর্যন্ত আমি মডেলিং করবো। এটা শুধু মডেলিং নয়। এটা হলো সৌন্দর্যকে প্রত্যক্ষ করা।’ তিনি আরও বলেন, ‘অনেক এজেন্ট আমার চুল রং করার কথা বলেছেন। কিন্তু আমি রাজি হই নি। আমার চুল অনেক আগে থেকেই সাদা হওয়া শুরু হয়েছিল। সব সময়ই আমার মনে হয়েছে এটা একটা উপহার।’ মডেল রোজি একাধারে একজন অভিনেত্রী ও আলোকচিত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *